ক্রসবার বাধায় গোলবঞ্চিত মেসি, জিতল না মায়ামি

লিওনেল মেসি। ছবি : এএফপি

শিকাগোর মাঠ সোলজার ফিল্ডে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। শিকাগো ফায়ারের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ৬২,৩৫৮ দর্শক হাজির হয়েছিলেন এই দিন। মূল আকর্ষণ ছিলেন আর্জেন্টিাইন তারকা লিওনেল মেসি। পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন এই মহাতারকা, তবে একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পাননি।

ফলে ইতিহাস গড়া এই ম্যাচেও দর্শকদের জন্য কোনো বিশেষ মুহূর্ত উপহার দিতে পারেননি মেসি। 

মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগোর বিপক্ষে তাদের মাঠে গোলশূন্য ড্র করেছেন লিওনেল মেসিরা। লিগে এটি মায়ামির টানা দ্বিতীয় ড্র। 

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর শিকাগো ফায়ারের বিপক্ষে এটি ছিল লিওনেল মেসির প্রথম ম্যাচ।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের একটি সুযোগ হারান মেসি। বক্সের বাইরে থেকে মেসির শট কোনোভাবে আঙুল লাগিয়ে ঠেকান শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডি। ম্যাচজুড়ে মেসি ও ইন্টার মিয়ামির একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিয়েছে শিকাগো ডিফেন্স। অন্যদিকে, স্বাগতিক দলও বেশ কয়েকবার বিপজ্জনক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

সোলজার ফিল্ডে মেসির দুঃখ যেন আরো গভীর হয় ম্যাচের ৬৩তম মিনিটে। বক্সের বাইরে থেকে আদর্শ অবস্থান থেকে ফ্রি-কিক পেয়েও তার শট শিকাগো গোলরক্ষকের আঙুলে লেগে ক্রসবারে ধাক্কা খায়। ম্যাচের ৮৫তম মিনিটে আবারও একই রকম হতাশা ফিরে আসে—ডান পাশের কর্নার সংলগ্ন এলাকা থেকে আরেকটি ফ্রি-কিক শট নিয়েছিলেন মেসি। কিন্তু এবারও মেসির সামনে বাধা হয়ে দাঁড়ায় সেই ক্রসবার। ম্যাচে দ্বিতীয়বারের মতো হতাশ হতে হয় মেসিকে।

একই সঙ্গে যা মায়ামিরও হতাশারও কারণ হয়েছে। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

টানা দু্ই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। 

LEAVE A REPLY