ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সংশোধনী ওয়াকফ আইন কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কয়েকটি আবেদনের শুনানি নিয়ে অন্তর্বর্তী কোনো আদেশ দেয়নি দেশটির সুপ্রিম কোর্ট। আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এই বিষয়ে আবারও শুনানি হবে সুপ্রিম কোর্টে।
আজ বুধবার (১৬ এপ্রিল) প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ মামলাগুলি শুনেন। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন।
শহীদ ফিলিস্তিন!
ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে। শুনানি শেষে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘যে সহিংসতা হচ্ছে, তা খুবই উদ্বেগজনক। এ রকম হওয়া উচিত নয়।
যে কারণে নিজেদের বসতির পাশে বোমা ফেলল ইসরায়েলি সেনারা
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সামনে তিনটি পথ। এক, আমরা পিটিশন শুনব। দুই, হাইকোর্টে পাঠিয়ে দেব। তিন, হাইকোর্টে পড়ে থাকা পিটিশনও গ্রহণ করে আমরাই সিদ্ধান্ত নেব।
’