অভিনয় ছেড়েই দিচ্ছেন কেট ব্লানচেট?

অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী কেট ব্লানচেট। অভিনয়ে বহু পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর ঝুলিতে আছে দুটি অস্কার। ২০১৪ সালে ‘ব্লু জ্যাসমিন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার এবং ২০০৫ সালে ‘দ্য অ্যাভিয়েটর’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান তিনি। 

ভেনিস চলচ্চিত্র উৎসবেও তিনি দুবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। ২০০৭ সালে ‘আই এম নট দেয়ার’ এবং ২০২২ সালে ‘টার’ সিনেমার জন্য।

সম্প্রতি রেডিও টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লানচেট জানান, তিনি নিজেকে ‘অভিনেত্রী’ বলা নিয়ে অনিশ্চয়তায় আছেন। 

তিনি বলেন, এটাই কারণ। আমি অভিনয় ছেড়ে দিচ্ছি। আমার পরিবার প্রতিবার এটা বললে চোখ ঘুরিয়ে দেখে, কিন্তু আমি এটা সত্যিই মানি। আমি অভিনয় ছেড়ে দেওয়ার ব্যাপারে সিরিয়াস। 

অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্লানচেট বলেছেন, অনেক কিছু আছে, যা আমি আমার জীবনে করতে চাই।

সম্প্রতি তিনি জিম জারমুশ পরিচালিত ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ নামে একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন, যেটি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা। 

এখন তিনি ‘আলফা গ্যাং’ নামে একটি সায়েন্স-ফিকশন কমেডি সিনেমায় অভিনয় ও প্রযোজনার কাজ করছেন, যেটি পরিচালনা করছেন ডেভিড ও নাথান জেলনার।

এছাড়া তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান ডার্টি ফিল্মস-এর মাধ্যমে ‘দ্য চ্যাম্পিয়নস’ নামের আরেকটি সিনেমায় (পরিচালক বেন স্টিলার) অভিনেত্রী ও প্রযোজক-দুই ভূমিকাতেই যুক্ত আছেন।

এত ব্যস্ততার পরও ব্লানচেট সাক্ষাৎকারে বলেন, তারকা হিসেবে নিজের অবস্থান নিয়ে তিনি অস্বস্তি অনুভব করেন।

তিনি বলেন, প্রতিটি নতুন পরিবেশে কৌতূহল নিয়ে যাই, কিন্তু গ্রহণযোগ্যতা আশা করি না। সারা জীবন ধরে এই অস্বস্তিকর অনুভূতির সঙ্গে মানিয়ে চলেছি।

তিনি বলেন, নিজেকে খুবই বিরক্তিকর মনে হয়। আমার কাছে নিজেকে খুবই সাধারণ আর এক ঘেয়ে মনে হয়। অন্যদের অনেক বেশি আকর্ষণীয় মনে হয়।

LEAVE A REPLY