সিলেটে অনুশীলনে ব্যস্ত তানজিম সাকিব-মেহেদী মিরাজরা।
কোনো কিছু লাভের আশায় শিষ্যদের শেখান না গুরুরা। শিষ্যরা দারুণ কিছু করলেই খুশি হন তারা। সেই দারুণ কিছু হতে পারে কোনো ম্যাচ কিংবা টুর্নামেন্ট জয়। নিজের জন্মদিনের উপহার হিসেবে তেমনি এক চাওয়া বাংলাদেশের কোচ ফিল সিমন্সের।
আজ জীবনের ৬২ বসন্তে পা দিয়েছেন সিমন্স। তাই জন্মদিনের উপহার শিষ্যদের কাছে নগদে নয়, বাকি হিসেবে ম্যাচ জয় যাচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার সিলেটের সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলেছেন, ‘আমি এখন আর জন্মদিনের উপহার চাই না। তবে প্রথম টেস্ট জিতলে এটা ভালো একটা উপহার হয়ে যাবে।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি আগামী ২০ এপ্রিল শুরু হবে সিলেটে। প্রথম টেস্টে প্রপার উইকেটেই জিম্বাবুয়ে হারাতে চান সিমন্স। বাংলাদেশি কোচ বলেছেন, ‘আমাদের পরিকল্পনায় প্রপার উইকেট। আমরা যেরকম টেস্ট দল হয়ে উঠতে চাই, সেজন্য যেমন উইকেট দরকার সেরকমই চাই।
জিম্বাবুয়ে সিরিজের জন্য স্পিন ট্র্যাক তৈরি করার প্রয়োজন নেই। প্রপার উইকেটে খেলেই আমরা টেস্ট জিততে চাই। স্পিন ট্র্যাক, সিমিং ট্র্যাক এমন কোনো আলোচনা হয়নি।’
সিলেট টেস্ট দিয়ে মুশফিকুর রহিম ছন্দে ফিরবেন বলে আশা করছেন সিমন্স। তিনি বলেছেন, ‘প্রথমত বলব, বাংলাদেশের ক্রিকেটকে সে অনেক কিছু দিয়েছে।
সে এবং মাহমুদউল্লাহ। গত অনেক বছর ধরে দেশের জন্য অনেক কিছু অর্জন করেছে। মুশফিক একজন প্রফেশনাল ক্রিকেটার। সে মনে করে এখন এই ফরম্যাটে নিজেকে উজাড় করে দিতে পারবে। এবং সে ভালোও করছে। কঠোর পরিশ্রম করছে। জিম্বাবুয়ের বিপক্ষে তার দারুণ কীর্তি আছে। আশা করি এই টেস্টেও ভালো করবে।’
‘
কোচ হিসেবে মুশফিকের পাশে দাঁড়িয়েছেন সিমন্স। এখন প্রতিদান হিসেবে জয় উপহার দেওয়ার পালা তার। ৩৭ বছর বয়সী ব্যাটার ছন্দে ফিরে গুরুকে জয় উপহার দিতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয়।