ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের জট খুলতে শুরু করেছে। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়াসহ নানা ইস্যুতে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের সঙ্গে। এর মধ্যেই প্রায় ১৫ বছর পর বৃহস্পতিবার বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আলাপে বসেছিলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
বৈঠকে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনা খুঁজে বের করতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ওপর জোর দেন ড. ইউনূস।
বাংলাদেশ-পাকিস্তানের এমন সম্পর্ককে ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে দেশটির জন্য হুমকি হিসেবে সংবাদ প্রকাশ করা হয়। তবে বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এক সাংবাদিক এ বিষয়ে জানতে চান। রণধীর জয়সওয়াল জবাবে বলেন, ‘এ ব্যাপারে আমরা অবগত আছি।
’
এদিকে চলতি মাসেই বাংলাদেশে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিষয়টি ভারত কোন চোখে দেখছে, জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘বিষয়টি আমাদের নজরে রয়েছে।’
বিস্তারিত ভিডিওতে…