পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক আনুশে আশরাফ নতুন জীবন শুরু করলেন। দীর্ঘদিনের বন্ধু শাহাব রেজা মিরজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। তুরস্কে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে হয় তাদের বিয়ের অনুষ্ঠান।
অভিনয় জগতে সফল ক্যারিয়ার এবং পরিবেশ ও প্রাণী অধিকার নিয়ে সক্রিয় ভূমিকার জন্য পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় আনুশে। বিয়ের অনুষ্ঠান থেকে প্রকাশিত ছবিগুলো এখন মূলধারার সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
বিয়ের দিনে আনুশেকে হালকা সবুজ রঙের এবং রঙিন ফুলেল নকশার একটি দৃষ্টিনন্দন পোশাকে দেখা গেছে। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
যদিও আনুষ্ঠানিক বিবাহ অনুষ্ঠানটি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। তবে জানা যায়, ২০২৪ সালের জুনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে আনুশে ও শাহাবের নিকাহ সম্পন্ন হয়।
৪২ বছর বয়সী এই অভিনেত্রী নিজের নতুন জীবনের আনন্দঘন মুহূর্তগুলো ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর মাঝেমধ্যেই স্বামীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। ভক্তরা-অনুরাগীরাও কমন্টে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন আনুশেকে।