ঈদে ব্যর্থ তিন নায়িকা

ঈদ আসলেই ঢাকাই সিনেমা জমে উঠে। প্রেক্ষাগৃহে বাড়ে দর্শক সমাগম। সিনেমা ও শিল্পীদের নিয়ে আলোচনায় মেতে উঠেন দর্শকরা। গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। এগুলো হচ্ছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর’, ‘জ্বীন-৩’ ও ‘অন্তরাত্মা’। 

এরমধ্যে একাধিক সিনেমা রয়েছে দর্শকদের আলোচনায়। তবে এবারের ঈদে খুব একটা সুবিধা করতে পারেননি তিন নায়িকা। ব্যাবসায়িকভাবে সিনেমার ভরাডুবির পাশাপাশি, অপরদিকে অভিনয় তাদের ক্যারিয়ারকে নিয়ে গেছে ‘রিস্ক জোনে’। এদের তিনজন হচ্ছেন ‘বরবাদ’ সিনেমার নায়িকা ইধিকা পাল (কলকাতা), ‘অন্তরাত্মা’র দর্শনা বণিক (কলকাতা) ও ‘জ্বীন-৩’র নুসরাত ফারিয়া।

ঈদে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’ সিনেমাটি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। কলকাতার এ অভিনেত্রীর ক্যারিয়ার শুরুই হয়েছে মাত্র দুই বছর আগে। তা-ও শাকিব খানের সঙ্গে ঢাকাই সিনেমা ‘প্রিয়তমা’ দিয়ে। সেসময় খানিকটা উতরে গেলেও, ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় তার অভিনয় এতটাই অপরিপক্ষ ছিল যে, দর্শক একেবারেই গ্রহণ করেনি। সিনেমায় তার অভিনয়ের যথেষ্ঠ সুযোগ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে পারেননি এ অভিনেত্রী। এছাড়াও তার উচ্চারণগত (কলকাতার টান) সমস্যাও দর্শকদের বিরক্তির কারণ হয়েছে এ সিনেমায়। 

শাকিব খান অভিনীত ঈদের আরেকটি সিনেমা ‘অন্তরাত্মা’। এটিতে কাজ করেছেন কলকাতার দর্শনা বণিক। এ অভিনেত্রীও সুবিধা করতে পারলেন না। কারণ সিনেমাটি ঈদে মুক্তি পেলেও, সেভাবে শো পায়নি। যেক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সেখানেও এ সিনেমার ভরাডুবি ঘটেছে। দর্শক খরায় প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলা হয় সিনেমাটি। এছাড়াও সিনেমায় এ অভিনেত্রীর অভিনয়ও তেমন ছাপ রাখতে পারেনি। পুরোনো দিনের ঢাকাই সিনেমার আদলে নির্মিত এ সিনেমা মুখ থুবড়ে পড়েছে।  

ঈদের আরেকটি সিনেমা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন ৩’। সিনেমা মুক্তির আগেই এর গান বেশ আলোচনায় ছিল। ধারণা করা হয়েছিল সিনেমাটিও সেভাবেই সাড়া ফেলবে। কিন্তু ঘটেছে উল্টো। মুক্তির পর দর্শক অনাগ্রহই বেশি ছিল সিনেমাটি ঘিরে। 

এছাড়াও নুসরাত ফারিয়ার অতিরঞ্জিত অভিনয় নিয়েও বেশ সমালোচনা হয়। পুরো সিনেমা জুড়েই চরিত্রে প্রবেশ করতে পারেননি তিনি। বলা যায়, সিনেমার ব্যর্থতার পাশাপাশি অভিনয়েও ব্যর্থ হয়েছেন নুসরাত ফারিয়া। ঈদে আলোচিত সব নায়িকাদের সঙ্গে তার অভিনীত সিনেমা মুক্তি পেয়েছে এটিই চ্যালেঞ্জ ছিল এ অভিনেত্রীর কাছে। অবশেষে ফলাফল শুণ্য। এবারই প্রথম ঈদের সিনেমার নায়িকা হয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন, অবশেষে ব্যর্থতার স্বাদ নিয়েই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে সমালোচিত এ অভিনেত্রীকে।

এদিকে এ তিন নায়িকা ব্যর্থ হলেও, দেশীয় অন্য নায়িকারা দাপট দেখাচ্ছেন প্রেক্ষাগৃহে। বলা যায়, এবার ঈদের সিনেমার চালিকাশক্তিই এসব নায়িকা। দর্শক ভালোবাসায় শবনম বুবলী, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, প্রার্থনা ফারদিন দীঘিরা রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে। এ চার নায়িকা অভিনয় করেছেন দুই সিনেমায়। ‘দাগি’তে রয়েছেন তমা মির্জা ও সুনেরাহ, ‘জংলি’ সিনেমায় বুবলী ও দীঘি। সুনেরাহ ও দীঘি দু’জনই সিনেমায় অল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও দর্শক মনে দাগ কাটেন। 

এদিকে তমা মির্জা ও শবনম বুবলী ছিলেন দুই সিনেমার চালকের আসনে। ঈদ পরবর্তী দুই সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে তাদের অভিনীত সিনেমা। বাড়ছে শো-এর সংখ্যা। এছাড়াও ‘দাগি’ এরইমধ্যে মুক্তি দেয়া হয়েছে দেশের বাইরে। সেখানেও দর্শক আগ্রহে রয়েছে এটি। 

অন্যদিকে ‘জংলি’ সিনেমাটিও বিদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। বলা যায়, এবার ঈদে সফল এ চার নায়িকা। ‘জংলি’ সিনেমায় শবনম বুবলীর বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এটি পরিচালনা করেছেন এম রাহিম। শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ সিনেমায় জুটি বেঁধেছেন তমা মির্জা ও আফরান নিশো। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা।

LEAVE A REPLY