বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান নিজের ৬০তম জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে প্রকাশ্যে নিয়ে আসেন। এই বয়সেও দারুণ রসায়নে মজেছেন তারা। যেখানেই আমির যাচ্ছেন সেখানেই প্রেমিকা সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন।
সম্প্রতি ভারতের ক্রিকেটার শেখর ধাওয়ান ও তার কথিত গার্লফ্রেন্ড সোফি শাইনের সঙ্গে এক সুন্দর সন্ধ্যা কাটালেন আমির-গৌরী জুটি। সোফি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি শেয়ার করেছেন।
ছবিতে দেখা যায়, চারজনই ক্যামেরার সামনে মিষ্টি হাসি দিয়ে পোজ দিচ্ছেন। এতে আমির ও গৌরীকে ক্যাজুয়াল পোশাকে দেখা যায়। সোফি পরেছিলেন একেবারে অল-ব্ল্যাক পোশাক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সুন্দর এক সন্ধ্যা।’

এই সপ্তাহের শুরুতে প্রেমিকাকে সঙ্গে নিয়ে উপস্থিত হন চীনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালে। এতে আমির গৌরীর হাত ধরে অনুষ্ঠানে পৌঁছান এবং তারা দুজনেই পড়েছিলেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক। তাদের সঙ্গে ছিলেন চীনের জনপ্রিয় অভিনেতা শেন তেং এবং মা লি। পরে সবাই একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন।
জন্মদিনে গৌরীকে নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে আমির বলেছিলেন, ‘আমি এমন একজনকে খুঁজছিলাম, যে দয়ালু, ভদ্র এবং যত্নশীল হবেন। আর এত কিছুর পর তুমি আমাকেই খুঁজে পেলে?’

আমির গৌরীকে ২৫ বছর ধরে চিনতেন, যদিও তারা সবসময় যোগাযোগ রাখেননি। মাত্র দুই বছর আগে তারা আবার যোগাযোগ শুরু করেন এবং উভয়েই প্রেমে পড়েন।
গৌরীর সঙ্গে প্রেমের প্রসঙ্গে আমির বলেন, ‘আমি এমন কাউকে খুঁজছিলাম যার সঙ্গে শান্ত থাকতে পারব, যে আমাকে মানসিক শান্তি দেবে। আর সেখানেই ছিল গৌরী।’
গৌরী মুম্বাইয়ের একটি সেলুনের মালিক, তবে বর্তমানে তিনি আমির খানের প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করছেন।