প্রশংসা কুড়াচ্ছে ‘কেসারি ২’, দ্বিতীয় দিনে বাড়ল আয়

কেসারি : চ্যাপ্টার ২’

শুক্রবার (১৮ এপ্রিল) মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছিল বেশ উন্মাদনা। তবে মুক্তির পর বক্স অফিসে খুব একটা ধামাকাদার শুরু না করলেও শুরুটা খারাপও হয়নি অক্ষয়ের। মুক্তির প্রথম দিন ৭.৭৫ কোটি টাকায় আয়ের পর দ্বিতীয় দিন আয়ের পরিমাণ বেড়েছে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুসারে, ‘কেসারি ২’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৯ কোটি টাকার বেশি আয় করেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি এখনও পর্যন্ত দ্বিতীয় দিনে ৯.৫০ কোটি টাকা আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির প্রথমদিনে আয় ছিল ৭.৭৫ কোটি। যার ফলে দুই দিনে ভারতীয় বক্স অফিসে মোট আয় করেছে ১৭ কোটির বেশি আয় করেছে ‘কেসারি ২’।

এ বছর মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের স্কাই ফোর্সের মতো ভালো উদ্বোধনী আয় পায়নি কেসারি ২। বরং অনেকটা কম অঙ্ক দিয়েই খাতা খুলল। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল স্কাই ফোর্স। সেই সময় এটি বক্স অফিসে ১২ কোটি ২৫ লাখ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল।

এই মুহূর্তে বক্স অফিসে লড়াই করছে সালমান খানের ‘সিকান্দার’ ও সানি দেওলের ‘জাট’। সালমানের ‘সিকান্দার’ ধীরগতিতে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। বর্তমানে সিকান্দারের আয় ১০৯ কোটি। অন্যদিকে, সানির ‘জাট’ ৬৯ কোটির বেশি আয় করেছে। এরই মধ্যে ‘কেসারি ২’ বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে।

সিনেমাটির প্রশংসাও শোনা যাচ্ছে দর্শকদের মুখে। ধারণা করা যায়, ‘কেসারি ২’ দেখতে দর্শকরা ভিড় বাড়াবে সামনের দিনগুলোতে।

১৯১৯ সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগ-কাণ্ড ভারতের বুকে এক কালো দিন। নিরপরাধ ভারতীয়দের এই দিন নৃশংসভাবে হত্যা করে তৎকালীন ব্রিটিশ সরকার। গুলি করে ঝাঁজরা করে দেয় তাদের। এই মর্মান্তিক ঘটনার পর ব্রিটিশদের থেকে পাওয়া ‘নাইট’ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পাবে এটি।

LEAVE A REPLY