আউট হয়ে ফিরছেন নাজমুল হোসেন শান্ত।
৩২ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরেছিলেন মমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। ৫২ রানের জুটি গড়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর ফিরে ৪০ রানে শান্ত ফিরলেও এক পাশ আগলে রাখেন মমিনুল।
শান্তর পথ ধরেন অভিজ্ঞ মুশফিকও।
মাত্র ৪ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। ক্যারিয়ারের ২২তম ফিফটি তোলার পর সাজঘরের পথ ধরেন মমিনুল। মেহেদি হাসান মিরাজও ফিরেন ১ রান করেই। আর ১৩৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৪৩ রান। ক্রিজে আছেন জাকের আলী ও তাইজুল ইসলাম।
২টি করে উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াউচি, ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।