জিম্বাবুয়ের বিপক্ষে দুই শও করতে পারল না বাংলাদেশ

মাঠ ছাড়ছেন নাহিদ রানা ও খালেদ আহমেদ। ছবি : মীর ফরিদ, সিলেট থেকে

সিলেটেও হতাশার ব্যাটিং বাংলাদেশের। সম্প্রতি টেস্ট ক্রিকেটে বাজে পারফরম্যান্স করা বাংলাদেশ ঘরের মাঠেও ব্যর্থ। সেটিও সাম্প্রতিক সময়ের পরিসংখ্যানে শক্তিমত্তায় পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।

প্রথম ইনিংসে ব্যাট করে মাত্র ১৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সর্বশেষ ২০০১ সালে প্রতিপক্ষদের বিপক্ষে এমন দিন দেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে ঘরের মাঠে অলআউট হয়েছিল। সেদিন মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১০৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

দলের হয়ে আজ সর্বোচ্চ ৫৬ রান করেছেন মমিনুল হক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৩১ রানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় (১৪) এবং সাদমান ইসলাম (১২)। তবে ২ রানের ব্যবধানে দুজনই ফেরেন।

বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে জ্যোতি-সুপ্তা, রিজার্ভে রাবেয়া

শুরুর সেই ধাক্কা সামাল দেন মমিনুল ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়ে।

৪০ রানে বাংলাদেশ অধিনায়ক শান্ত আউট হওয়ার পরেই এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। একে একে ঘরে ফেরেন অন্য ব্যাটাররাও। এর মধ্যে ক্যারিয়ারের ২২তম ফিফটি করা মমিনুল ৫৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সেশনে তাই ৭০ রান তুলতেই বাংলাদেশ হারায় ৫ উইকেট।

শেষ দিকে ৪১ রানে জুটি গড়ে দুই শ ছুঁই ছুঁই স্কোর এনে দেন জাকের আলি অনিক ও হাসান মাহমুদ।

১৯ রান করা পেসার হাসানের বিপরীতে ২৮ রান করেন উইকেটরক্ষক জাকের। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।

LEAVE A REPLY