মিথ্যা মামলায় ফাঁসিয়ে অভিনেত্রীকে হেনস্থা, গ্রেপ্তার হলেন সেই গোয়েন্দা

কাদম্বরী জেঠওয়ানি

ভারতের মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানিকে মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন হেনস্থা করা হয়েছে। প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে গ্রেপ্তারও করেছিল গোয়েন্দা পুলিশ। শুধু তাই নয়, কারাগারে থাকাকালীন তাকে হেনস্থা করা হয়েছে বলেও দাবি ওই অভিনেত্রীর। হেনস্থার হাত থেকে রেহায় পাননি অভিনেত্রীর বাবা-মাও।

আর এ ঘটনার মূলহোতা ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু। তবে গুরুত্বর এ অপরাধে ওই কর্মকতাও গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অন্যতম গণমাধ্যম দ্যা স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্যা স্টেটসম্যান-এর প্রতিবেদন অনুসারে জানা গেছে, মঙ্গলবার (২২ এপ্রিল) হায়দরাবাদের কাছের রঙ্গরেড্ডি জেলার মইনাবাদ থেকে সাবেক এই গোয়েন্দা প্রধানকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশের সিআইডি।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআরসিপির সরকারে গোয়েন্দা প্রধান ছিলেন পিএসআর অঞ্জনেয়ুলু৷ এমনকি রাজ্যেল সাবেক মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি।

ইতিমধ্যেই এই ঘটনায় তিন আইপিএস কর্মকর্তাকে বরখাস্তও করা হয়েছে। পরে মামলার তদন্তে অঞ্জনেয়ুলুর মইনাবাদের বাসভবনে তল্লাশি অভিযান চালায় সিআইডি।  

বক্স অফিস কাঁপানো ‘সঞ্জু’ পছন্দ হয়নি সঞ্জয়ের বোনের, কারণ কী?

গত বছর অগস্ট মাসে অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি পুলিশ এবং ওয়াইএসআরসিপি নেতা ও চলচ্চিত্র প্রযোজক কেভি বিদ্যাসাগর রাওয়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

অভিনেত্রীর অভিযোগ, তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মিথ্যে মামলা করেছেন বিদ্যাসাগর রাও।

মিথ্যা মামলা দায়েরের পর রাজ্যের গোয়েন্দা পুলিশ ওই অভিনেত্রীকে গ্রেপ্তার করে। পরে ৪০ দিন কারাগারে থাকার পর আদালত তার জামিন মঞ্জুর করেন। কাদম্বরী জেঠওয়ানির অভিযোগ, তাকে কীভাবে গ্রেপ্তার করা যায় অথবা এ মামলায় আর কাউকে ফাঁসানো যাবে কি না- এগুলো সব পরিকল্পনা করেছেন সাবেক গোয়েন্দা প্রধান পিএসআর অঞ্জনেয়ুলু। 

ভারতীয় বেশ পরিচিত মডেল-অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি।ছোটবেলা থেকেই নাচের প্রতি তার আগ্রহ ছিল। কিন্তু মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন কাদম্বরী। কাদম্বরীর মা একজন ব্যাংকার। তাই মায়ের চাকরির সুবাদে মুম্বাই চলে আসেন কাদম্বরী। আর মুম্বাই এসে সিনেমার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কাদম্বরীর অভিনয় ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এরই মধ্যে কন্নড়, তেলেগু, পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

LEAVE A REPLY