ওমরাহ থেকে ফিরে শাকিব খানের নায়িকার উপলব্ধি

শাকিব খান ও অহনা (বামে) অহনা (ডানে)

বড় পর্দায় অভিনয় করেছেন শাকিব খানের সঙ্গে। এফ আই মানিক পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিতে অহনা শাকিবের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ২০১১ সালেই। কেটে গেছে ১৪ বছর। অহনা আর শাকিব খানের পথের দূরত্বও বেড়েছে।

কেননা শাকিব খান বড় পর্দায় এখনো দাপট দেখাচ্ছেন, আর অহনা ছোট পর্দায় রয়েছেন এখনো। তবে সেটাও বাদ দিয়ে দেবেন জানিয়েছেন অভিনেত্রী। 

মাসখানেক আগেই এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৫ সাল থেকেই মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে দেবেন এবং ধাপে ধাপে এই পেশা থেকে পুরোপুরি সরে যাবেন।

এমন ঘোষণার পরপরই ওমরাহ পালনে সৌদি আরব যান অহনা।

সেখান থেকে ফিরে একরকম আমূল পরিবর্তন দেখা যায় তার জীবনযাপনে। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে ব্যক্তিগত চিন্তাভাবনায়ও এসেছে গভীর পরিবর্তন। এখন নিয়মিত বোরকা ও হিজাব পরছেন তিনি, আর তাতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে অহনা রহমান বলেন, ওমরাহ্ পালন করে আসার পরে আমি হিজাব পরেই স্বাচ্ছন্দ্যবোধ করছি।

নাটকের বাইরে মাথার কাপড় ফেলতে চাই না। এটা আমার ব্যক্তিগত বিষয়। ইন্টারভিউতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।

এই পরিবর্তনকে ঘিরে সমালোচনার মুখেও পড়তে হয়েছে অহনাকে। আক্ষেপ করে তিনি বলেন, নায়িকাদের পায়ে পায়ে দোষ।হিজাব পরে অ্যাওয়ার্ড নিতে গেলেও দোষ, বডিকন পরে কাজ করলে দোষ, মাথায় কাপড় দিয়ে কাজ করলেও দোষ। তাই এসব নিয়ে এখন আর কিছু বলতে চাই না।

অহনা বলেন, যারা কখনো হজ বা ওমরাহ করেনি, তারা বোঝবেন না এই অনুভূতিটা কেমন। আমার সত্যি শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। এত ভালো লেগেছে, মনে হয় মনই ভরেনি।

অহনা মানসিক প্রশান্তির জন্য আবারো সৌদিতে যেতে চান। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমি আবারো ওমরাহতে যেতে চাই। কারণ যদি কখনো একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। এত সুন্দর জায়গা, কয়েকদিনে মন ভরে না।
 

LEAVE A REPLY