কোকেন সরবরাহের দায়ে অস্ট্রেলীয় রাজনীতিকের সাজা

স্পিয়ার্সের আইনজীবীর মতে, কাজের চাপ থেকে মুক্তি পেতে তিনি মাদক সেবন করতেন। ছবি : এবিসি নিউজ

অস্ট্রেলিয়ার এক রাজনীতিককে মাদক সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও শুরুতে তিনি একটি ভিডিওকে ‘ডিপফেইক’ বলে দাবি করেছিলেন, যেখানে তাকে সাদা রঙের গুঁড়াজাতীয় পদার্থ নাক দিয়ে টানতে দেখা যায়।

দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সাবেক নেতা ডেভিড স্পিয়ার্সকে বৃহস্পতিবার অ্যাডিলেইডের একটি আদালত ৯ হাজার অস্ট্রেলীয় ডলার (প্রায় পাঁচ হাজার ৭২০ মার্কিন ডলার) জরিমানা ও সাড়ে ৩৭ ঘণ্টা কমিউনিটি সার্ভিস করার নির্দেশ দিয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে নিউজ কর্প একটি ভিডিও প্রকাশ করার পর তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে দেখা যায়, তিনি একটি প্লেট থেকে কিছু টানছেন।

শুরুতে তিনি এই অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন এটি একটি ‘ডিপফেইক’। পাশাপাশি তিনি কখনো কোকেন ব্যবহার করেননি বলেও দাবি করেন।

তবে পরে স্পিয়ার্স স্বীকার করেন, তিনি মিথ্যা বলেছেন এবং এসংক্রান্ত কেলেঙ্কারি ও অভিযোগের কারণে তাকে পার্লামেন্ট থেকে পদত্যাগ করতে হয়। এ ছাড়া আগস্ট মাসে দুই ব্যক্তিকে কোকেন সরবরাহ করার অভিযোগে স্পিয়ার্স গত মাসে দোষী সাব্যস্ত হন।

স্পিয়ার্সের আইনজীবীর মতে, কাজের চাপ থেকে মুক্তি পেতে তিনি মাদক ব্যবহার করতেন, তবে অপরাধগুলো কোনো অফিশিয়াল কার্যক্রমের সময় ঘটেনি।

এই মামলাটি গণমাধ্যমে ব্যাপক নজর কাড়ে। প্রসিকিউটররা বলেন, স্পিয়ার্সের উচ্চ পদমর্যাদা বিবেচনায় এটি জনস্বার্থে গুরুত্বপূর্ণ। তার আইনজীবী আদালতে অনুরোধ করেছিলেন, যেন দণ্ডের রেকর্ড না রাখা হয়, যাতে তার মক্কেল বিদেশ ভ্রমণ করতে পারেন।

তবে ম্যাজিস্ট্রেট বলেন, অপরাধটি ‘অত্যন্ত গুরুতর’।

ম্যাজিস্ট্রেট ব্রায়ান নিটস্কি বলেন, ‘এই ধরনের অপরাধের বিরুদ্ধে জনসমক্ষে নিন্দা ও সাধারণভাবে নিরুৎসাহিত করার প্রয়োজন এতটাই গুরুত্বপূর্ণ যে দণ্ড রেকর্ড না করে উপেক্ষা করা যায় না।’

২০২২ সালে স্পিয়ার্স দক্ষিণ অস্ট্রেলিয়ার লিবারেল নেতার দায়িত্ব নেন এবং ১০ বছর ধরে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রায় ঘোষণার পর তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY