ফ্রান্সে স্কুলে কিশোরের ছুরি হামলায় কিশোরী নিহত

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি বেসরকারি স্কুলে ছুরি হামলায় এক ছাত্রী নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ন্যান্তেস শহরের নটর-ডেম-দি-টুতেস-এইডস স্কুলে এই হামলা হয়। খবর বিবিসির। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে, হামলার ঘটনায় অ্যালার্ম বাজানোর পর শিক্ষার্থীদের হুড়োহুড়ি পড়ে যায়। তবে কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষে আটকা পড়ে। শিক্ষার্থীদের ধীরে ধীরে ঘটনাস্থল ছেড়ে যেতে সাহায্য করে কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ১৫ বছর বয়সী এক কিশোর। স্থানীয় সময় দুপুরে স্কুলের দুটি শ্রেণিকক্ষে ঢুকে অন্তত চারজনকে ছুরিকাঘাত করে সে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। বাকি তিন জনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। স্থানীয় এক হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত শিক্ষার্থীকে ধরে ফেলেন শিক্ষকেরা। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হামলার পেছনে কোনো সন্ত্রাসবাদী উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়নি।  

হামলাকারী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, হামলাকারীর সঙ্গে স্কুলের কয়েকজন শিক্ষার্থীর বিরোধের তথ্য জানা যায়। হামলার আগে স্কুলের সব শিক্ষার্থীর কাছে একটি ডক্যুমেন্ট ইমেইল করেছিল সে, যা সমাজের এক বিষণ্ণ চিত্র তুলে ধরে। 

হামলার পর স্কুলটিতে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ ও জরুরি পরিষেবা পাঠানো হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় তাদের ফেরত নেওয়া হয়েছে।

নান্তেসের পাবলিক প্রসিকিউটর আন্তোইন লেরয় স্কুলটি পরিদর্শন করেছেন। আর ফ্রান্সের শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্কুলটি পরিদর্শন করার কথা রয়েছে।

LEAVE A REPLY